সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফিনল্যান্ড এনসিপির জুলাই স্মৃতিচারণ ও শহীদ স্বরণ সভায় মো:আহাদ শিকদার।

মোঃ কামরুল হাসান রানা ঝালকাঠি প্রতিনিধি।
  • আপডেটের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩০৬ সময় দেখুন

ফিনল্যান্ড এনসিপির জুলাই স্মৃতিচারণ ও শহীদ স্বরণ সভায় মো:আহাদ শিকদার।

এনিসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ফিনল্যান্ড শাখা কর্তৃক আয়োজিত রাজধানী শহর হেলসিংকিতে Remembering Our Heros’ জুলাই স্মৃতিচারণ এবং শহীদ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন দেশটির আহবায়ক,ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গর্বিত সন্তান মো:আহাদ শিকদার, মো: জাহিদুল ইসলাম যুগ্ন:আহবায়ক,
মো: রাহাদ হোসেন(মুখ্য সংগঠক), রোমানা আফরীন (কার্যনির্বাহী সদস্য), রোকন রাশেদ(নীতি নির্ধারণ ও গবেষণা বিষয়ক সমন্বয়কারী)
মো: আরিফ খান(যোগাযোগ সমন্বয়কারী), মোমিনুল ইসলাম (আঞ্চলিক সমন্বয়ক), মো: কামরুল ইসলাম রাস্কিন, মো: সাদমান সরকার, আরিফা রুহি, আতিকুর রহমান, মো: মোস্তাফিজুর রহমান, সৈয়দ মোহাম্মদ আহসান হাবীব, মনির মিয়াজি, মো: মাহবুবুর রহমান প্রমুখ।

উক্ত স্বরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী ( মুখ্য সমন্বয়ক) জাতীয় নাগরিক পার্টি এনসিপি, দিলশানা পারুল(যুগ্ন মূখ্য সমন্বয়ক), ওমর ঢালী, নাজমুল বাসার, মো: তাজুল ইসলাম (কেন্দ্রীয় সদস্য, ইউইউ প্রতিনিধি)
আরও যুক্ত ছিলেন শহীদ পরিবারগণ: শহীদ মেরাজের বাবা, শহীদ রাব্বির বোন এবং শহীদ আবু ইসহাকের স্ত্রী।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আহবায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন ফিনল্যান্ড কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেন জুলাই ২৪ অভ্যুত্থানে প্রবাসীরা যে ভুমিকা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, ইন্টারনেট ব্লাক আউটে তারা প্রচার অবং অন্যান্য সহায়তা করছে, বিভিন্ন দুতাবাসের সামনে প্রটেস্ট করেছে, বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। জুলাই ২৪শে প্রবাসীরা দেশ-প্রেমের টানে বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছে। ইনশাআল্লাহ আগামী দিনেও ফ্যাসিস্ট হটাতে প্রবাসরা ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সর্বদা প্রস্তুত প্রবাসীদের ভোটাধিকার এবং মর্যাদা নিয়ে এবং কাজ করে যাচ্ছে।
দিলশানা পারুল বলেন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স বিশ্বব্যাপী বাংলাদেশ পন্থি রাজনৈতিক ন্যারেটিভস তৈরিতে কাজ করে যাচ্ছি। বিশ্বের প্রতিটি দেশে থেকে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স প্রস্তুত দেশের কাজ করার জন্য।
আহবায়ক মো: আহাদ শিকদার বলেন, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত এনসিপি রাজপথে সোচ্চার থাকবে। ন্যায় ভিত্তিক, সামাজিক সুশাসন প্রতিষ্ঠার জন্য এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফিনল্যান্ড সর্বদা কাজ করে যাবে। আমরা প্রবাসী হিসেবে সুন্দর একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ।

শহীদের পরিবারের পক্ষ থেকে খুনি এবং ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবী করেছেন। ইন্টারেম গভ: কে উদ্দেশ্য করে বলেছেন, বিচারের নামে টালবাহানা বন্ধ করতে।

উক্ত অনুষ্ঠান শহীদের স্বরনে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেলসিংকি শরহরের ইতাকেসকুস কেন্দ্রীয় মসজিদের ঈমাম জনাব আব্দুল কুদ্দুস সাহেব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD