মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটের পর্যটন কেন্দ্র সংরক্ষণে ক্লিন সিটির মানববন্ধন লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন তারাকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ধোবাউড়ায় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিমান বাহিনীর অসতর্কতায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা – মোস্তফা জামান কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ সাদেক আহমদ জকিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান গোমস্তাপুরে অজ্ঞাত নারীর জবাই করা লাশ উদ্ধার

ভোটাধিকার নিশ্চিত হলেই গণতন্ত্রের পূর্ণতা আসবে : মিফতাহ্ সিদ্দিকী”

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩১ সময় দেখুন

“ভোটাধিকার নিশ্চিত হলেই গণতন্ত্রের পূর্ণতা আসবে : মিফতাহ্ সিদ্দিকী”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি প্রাথমিক সাফল্য অর্জিত হলেও এখনও চূড়ান্ত বিজয় আসেনি। দীর্ঘদিন ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার থেকে বঞ্চিত। আজ দেশের জনগণ তাদের ইচ্ছামতো প্রতিনিধিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চায়। আর যেদিন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, সেদিনই গণতন্ত্রের পূর্ণ বিজয় হবে।

মঙ্গলবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে এক ধরনের অচলাবস্থা চলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনে কোনো কার্যকর নির্দেশনা বা নিয়ন্ত্রণ নেই। এ পরিস্থিতিতে জাতীয় স্থিতিশীলতা রক্ষার স্বার্থে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সেজন্য অবিলম্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল শুকুর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। এসময় আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, ইন্তাজ আলী চেয়ারম্যান, বাহারুল আলম বাহার চেয়ারম্যান, এবিএম জাকারিয়া চেয়ারম্যান, আলমগীর চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মুক্তিযোদ্ধাদল ও জাসাস-এর নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD