জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. মোস্তাক আহমদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানালো জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ
৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সিলেট সদর উপজেলার টুকেরবাজার গৌরীপুর এলাকায় জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ মো. মোস্তাক আহমদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর কর্মকর্তা ও কর্মচারীরা।
সকালে আয়োজন করা এই কর্মসূচিতে শহীদের কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এতে শহীদ মো. মোস্তাক আহমদসহ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিবিএ ও ক্রীড়া-সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।