বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

কলকাতা ইসকনের ৫৪ তম রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হল

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
  • আপডেটের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩০৬ সময় দেখুন
কলকাতা ইসকনের ৫৪ তম রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হল,
কলকাতা ইসকনের ৫৪ তম রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হল,

২৭ জুন শুক্রবার, সকাল থেকে অন্ধকার করে মেঘ জমে বৃষ্টি আসলেও, ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো, ঠিক ১১ টা নাগাদ মুষলধারে বৃষ্টি নেমে আসে, কিন্তু তাতেও উৎসাহ থামাতে পারেনি ইসকনের ভক্তরা, পূজা আরতির মধ্য দিয়ে এবং সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে, আরতি ও নারকেল ফাটানোর মধ্য দিয়ে, জগন্নাথের রথের যাকাত দড়িতে টান দেন।

উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, উপস্থিত ছিলেন শাহানা বক্সি, ইসকনের গুরুদেব অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান শুরু হয় সুন্দর নৃত্যের মধ্য দিয়ে, পূজা পাঠ, ও ইসকন মন্দিরের মহাপ্রভু সহ সকল অতিথিদের রশ্মির টানে রথের চাকা, গোরাতে শুরু করে।

ভক্তদের উল্লাস, জগন্নাথ ধোনির মধ্য দিয়ে, জগন্নাথ বলরাম সুভদ্রা কে নিয়ে, ইসকনের মন্দির থেকে হাজরা রোড, জগুবাজার, রবীন্দ্র সদন এক্সসাইড, পার্ক স্টীট হয়ে রথ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন, যেখানে মেলার আয়োজন ও সাত দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান।

সারা দেশ থেকে ভক্তদের সমাগমে আনন্দমুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ, এবং সুন্দর ভাবে একটু একটু করে রথের চাকা গড়াতে শুরু করে, একটাই ধনী সবার কন্ঠে জয় জগন্নাথ ,জয় জগন্নাথ,

একি ভাবে পালিত হয়েছে ইসকনের মতো সারাদেশে রথযাত্রা উৎসব। বাজনা তালে তালে ভক্তদের সহিত মহাপ্রভুরাও নাচতে নাচতে এগিয়ে চলেন। প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন।, জগন্নাথের বেরনোর সাথে সাথে, সমস্ত রাস্তার গাড়ি-ঘোড়া বন্ধ করে অন্যদিক দিয়ে ঘুড়িয়ে দেয়া হয়।, এছারাও রথের জন্য রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।

উপস্থিত অতিথিরা বলেন, প্রতিবছর মাননীয় মুখ্যমন্ত্রী এই রথের শুভ সূচনা করেন, কিন্তু দীঘায় আরেকটি মন্দির এই বছর উদ্বোধন হওয়ায়, এবারে থাকতে পারেননি, আমরা আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, আমাদেরকে আমন্ত্রণ করায়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD