মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে ৮০ জন প্রতিবন্ধি ও অসহায়দের মাঝে বধির কল্যাণ সংস্থার উদ্যোগে নগদ পাঁচ হাজার টাকা জনপ্রতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজারের কামালপুরস্থ কার্যালয়ে সংস্থার সভাপতি মোঃ ফুরকান আহমদের সভাপতিত্বে অতিথি ছিলেন বৃটেন প্রবাসী সমাজসেবক আজাদ হুসাইন।
বধির কল্যাণ সংস্থা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হকের পরিচালনায় এসময় সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অসীম মোদক, কোষাধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজীম উদ্দিন, পাঠাগার সম্পাদক এ.কে.এম ফখরুল আবেদীন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ তাকলিমা আক্তার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ নাজমুল আহমদ, মোঃ নোমান আহমদ, তালুকদার মোঃ ইমাদ উদ্দিন, মোঃ কাজল মিয়া সহ সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।