তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা
ময়মনসিংহের তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রথমে একে একে সবার পরিচিতি পর্ব শেষ হয়। তারপর আলোচনায় তিনি বলেন,গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদমাধ্যম। এছাড়াও তিনি সাংবাদিকদের কাছ থেকে তারাকান্দার ঐতিহ্য ও ইতিহাস পরিবেশ শিক্ষা যানজট নিরসনের বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।সকল বিষয়ে অবগত হয়ে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি। সেই সাথে ঐতিহ্যবাহী তারাকান্দা প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। উপজেলা সকল সাংবাদিক ঐক্যের সিদ্ধান্তকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, তারাকান্দা প্রেসক্লাবের (সাংবাদিক) প্রধান সমন্বয়ক রফিক বিশ্বাস,আহবায়ক নাজমুল হক,সদস্য সচিব সাগর তালুকদার,সদস্য আজহারুল ইসলাম লিটন,তৌকির আহমেদ শাহিন,ফজলে এলাহী ঢালি,এস এম হোসেন আলী,জুয়েল মিয়া নাদিম,রাসেল মিয়া,মোঃ মিলন,আহসান হাবিব,শাকিল আহমেদ লিখন,ইউ এস সোহান,হুমায়ুন কবির,জিয়াউল হক নোমান,আব্দুর রউফ,মাসুদ মিয়া।