নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নবীনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সদ্য সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (০৩ জানুয়ারি ২০২৬) বিকালে বিএনপি’র ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী এডভোকেট মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী সদস্য মো;তকদির হোসেন জসিম।
নবীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম ও নবীনগর পৌর বিএনপি’র সাধারণ মো. মাসুদ রানা’র যৌথ সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিন কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজিব ভুইঁয়া, ব্যারিস্টার আশরাফ হোসেন, নবীনগর পৌর বিএনপি’র সভাপতি উবায়দুল হক লিটন।
এছাড়া জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ডা. ইদ্রিস, নবীনগর উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু, নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, নবীনগর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানিয় নেতাকর্মীরা।