ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল
এক ব্যতিক্রমী ও আবেগঘন পরিবেশে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় কোনো বড় শোডাউন বা রাজনৈতিক জাঁকজমকের বদলে জননেতা কামরুল আহসান এমরুল সাথে রেখেছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং রাজপথ কাঁপানো ছাত্র আন্দোলনের লড়াকু যোদ্ধাদের। মনোনয়নপত্র জমার এই বিশেষ মুহূর্তটি সেখানে উপস্থিত সবার মাঝে এক ভিন্নধর্মী দেশপ্রেমের আবহ তৈরি করে।
মনোনয়নপত্র জমা শেষে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আজকের এই যাত্রায় আমার সাথে অভিভাবক হিসেবে আছেন মুক্তিযোদ্ধারা, আর পাশে আছে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্বজন এবং অকুতোভয় ছাত্ররা। তাদের এই ত্যাগ ও আত্মবিশ্বাসই আমার আগামীর পথচলার শক্তি। নির্বাচিত হলে ময়মনসিংহ সদরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক মডেলে রূপান্তর করব।”
সাক্ষাৎকালে উপস্থিত জুলাই বিপ্লবের এক ছাত্র যোদ্ধা জানান, “আমরা এমন নেতৃত্ব চাই যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না। কামরুল আহসান এমরুল ভাই আমাদের দুঃসময়ে পাশে ছিলেন, তাই আমরা আজ তাঁর পাশে দাঁড়িয়েছি।”
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো ময়মনসিংহে প্রার্থী হিসেবে কামরুল আহসান এমরুলের এই ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হচ্ছে।