খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদ সমূহে দোয়া মাহফিল
খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জগন্নাথপুরের মসজিদ সমূহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দোগ্যে ২৮ শে নভেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজের পূর্বে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়াতে মহান আল্লাহ তায়ালা কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমেদ কে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আগামী দিনে জনসেবায় কবুল করে নেন মহান আল্লাহ তায়ালার কাছে কামনা করা হয়েছে।