জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে কারাদণ্ড ও ইঞ্জিন সহ ব্লাকহেড জব্দ
জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার পাশা-পাশি বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি ব্লাকহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।
২৭শে নভেম্বর রোজ বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের অন্তর্ভুক্ত ফেচিবাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ)(ছ) ধারার অপরাধে ১৫ (১) ধারার অপরাধে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রাম নিবাসী হাবিবুর রহমান এর ছেলে আলাল উদ্দিন (৩১) ও ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রাম নিবাসী মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দী ইসলামপুর গ্রাম নিবাসী জুলহাস মিয়ার ছেলে মনির হোসেন (২৫), ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রাম নিবাসী আজিদ মিয়ার ছেলে মোঃ দিদার মিয়া (২৯) ও কিশোরগঞ্জ জেলার মিঠাইন উপজেলার হোসেনপুর গ্রাম নিবাসী সের আলী মিয়ার ছেলে নজরুল (২৭)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
এবং অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ব্লাকহেড/ বলগেট জব্দ করে জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান খান এর জিম্মায় রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৭ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী আসামীদের পুলিশ প্রহরায় সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত এর বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন বলেন, আজ ভোরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারা দন্ড প্রদান করা হয়েছে।
এবং এই কাজে ব্যবহৃত ৩ টি ব্লাকহেড/ বলগেট জব্দ করে আশারকান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এর জিম্মায় দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে