শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

দক্ষিণ খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার সুধীর কুমার’র ২১তম মৃত্যুবার্ষিকী

খুলনা জেলা প্রতিনিধিঃ রিপন রায়।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন

দক্ষিণ খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার সুধীর কুমার’র ২১তম মৃত্যুবার্ষিকী

দক্ষিণ খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার স্বর্গীয় সুধীর কুমার টিকাদার’র ২১ তম মৃত্যুবার্ষিকী ১৩ অক্টোবর সোমবার পারিবারিক ভাবে নানা মাঙ্গলিক অনুষ্টানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে । অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে শিক্ষাবিদের আত্মাজীবনী নিয়ে আলোচনা সভা, গীতা ও ভাগবত পাঠ, ধর্মীয় নাম-সংর্কীত্তন ও নারায়ন সেবা । এছাড়াও সন্ধ্যায় চক্রাখালী সার্বজনীন শিব মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয় । সে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র পিতা ।
আজ ১৩ অক্টোবর দক্ষিণ খুলনাবাসীর একটি শোকার্ত দিন । এদিনে দক্ষিণ খুলনাবাসী হারিয়ে ছিলেন তাদের প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার স্বর্গীয় সুধীর কুমার টিকাদারকে । শিক্ষা জীবন তিনি বিএ,বিইএস,বিকম,বিএড, ইংরেজি বয়স্ক শিক্ষা ও হিসাব বিজ্ঞানে পারদর্শী ছিলেন ।  সংস্কৃতে কাব্যতীর্থ ও ব্যাকরণতীর্থ পাস করে পান্ডিত্য লাভ করেন । কর্মজীবনে তিনি এস,এসসি পাস প্রথমে জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরুর পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান । এরপর থেকে একে একে পাইলট, ম্যাজিস্ট্রেট এবং একাধারে বিরাট মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা জেলা স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল এবং সর্বশেষ খুলনা জেলা স্কুলে ২৪ বছর মিলে মোট ৩৯ বছর যাবৎস সুনামের সহিত শিক্ষাকতা করেছেন । আমরণ তিনি ছিলেন শিক্ষানুরাগী । স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেন এবং বীরমুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করেছিলেন । অন্যদিকে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন । পাশাপাশি এসএসসি পরীক্ষার হেডএঞ্জেমেনিয়ার’র দায়িত্ব পালনও করছেন । এছাড়াও তিনি ঢাকা, কুমিল্লা, রাজশাহী ও যশোর বোর্ডের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসিত হয়েছে । তিনি খুলনা বিভাগের কাব্য তীর্থ ও ব্যাকরণ তীর্থ পরীক্ষার ২০ বছর যাবৎ নিষ্টার সাথে সম্পাদকের দায়িত্ব পালন করছেন । তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় শাস্ত্র শ্রীমৎ ভাগবত গীতা নিজেই সম্পাদনা করেছেন । এছাড়াও বিশোর বাংলা ব্যাকরণ ও রচনা বইখানি তিনি লিখেছেন । তাঁর হাতে গড়া বহু ছাত্র রাষ্ট্র ও সরকার বড় বড় দায়িত্ব পালন করছেন । সর্বপরি তিনি ছিলেন গরীব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিত প্রাণ পুরুষ ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD