দেশ গঠনে তারুণ্যের প্রতীক তারেক জিয়ার ৩১ দফার বিকল্প নেই: জাকির হোসেন ধলু
গঠনে তারুণ্যের প্রতীক তারেক জিয়ার প্রণীত ৩১ দফা কর্মসূচির বিকল্প নেই উল্লেখ করে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তৃণমূলের প্রিয় নেতা মোহাম্মদ জাকির হোসেন ধলু বলেছেন, “আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।”
শনিবার (১১ অক্টোবর) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পর্যায়ের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
ধলু বলেন, “সময় এসেছে ঘরে বসে থাকার নয়। আমাদের দামে গঞ্জে, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে।” তিনি আরও বলেন, “ব্যক্তি নয়, দল বড়; আর দলের চেয়েও বড় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের সময় তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে ছিলাম, এখনো আছি।”
তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, “তারেক রহমান মাঠ পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন। যদি তিনি আমাকে মনোনয়ন দেন, ইনশাল্লাহ দিনাজপুর-১ আসনটি আমরা তারেক রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম দুলাল, আক্কাস আলী, মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় তৃণমূলের নেতাকর্মীরা ধলু ভাইয়ের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।