ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার
ছাতকে থানা পুলিশের অভিযানে বিদ্যুৎ মামলাসহ সাজাভুক্ত আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার এক বিশেষ অভিযান চালিয়ে তিন আসামী গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।
অভিযানে ছিলেন ছাতক থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই সাদেক, এসআই সারোয়ার, এএসআই মোঃ তোহা, এএসআই শহিদুল, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে ছাতক থানার সিআর মামলা নং-৩৯৯/২৫ (ছাতক) এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী হলো নোয়ারাই ইউনিয়নের কুপিয়া গ্রামের ছিদ্দেক আলী’র পুত্র আসামী আব্দুল হান্নান (৩৮)।
সিআর-৫৪৯/২৩ (ছাতক) এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের (সাজাপ্রাপ্ত) কবির আহমদ’র স্ত্রী সেলিনা বেগম।
এবং বিদ্যুৎ সিআর-১৭৬/২৩ (ছাতক) এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী হলো নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের জনিফর আলীর পুত্র মোঃ খুরশেদ আলী।
শনিবার রাতে তাদের নিজ নিজ বসত বাড়ি হইতে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।