“সাজাভুক্ত ২ আসামী গ্রেফতার”
কোটে প্রেরণ করা হয়েছে
ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই(নিঃ) সাদেক, এসআই সিকান্দর, এসআই রাহিম, এসআই বিন আমিন, এসআই মঞ্জুরুল, এএসআই সাইফুর, এএসআই মাসুদ, এএসআই তোহা, এএসআই আরিফুজ্জামান, এএসআই শহিদুল, এএসআই নাছির উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-২৪০/২৫ ওয়ারেন্টভূক্ত আসামী হলো নোয়ারাই ইউনিয়নের চরবাড়া গ্রামের নুর উদ্দিন’র পুত্র রুবেল মিয়া, সিআর (সাজা)-২৩৫/২০ (ছাতক) এর আসামী হলো ছাতক পৌরসভার গনক্ষাই মহল্লার মৃত চান্দ মিয়া তালুকদার’র পুত্র মোঃ আনোয়ার হোসেন তালুকদার, -মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স, মধ্য বাজার, ছাতক পৌরসভা জেলা-সুনামগঞ্জদ্বয়কে তাহাদের নিজ বসত বাড়ি হইতে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।