ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি অসুস্থ সাংবাদিক বদর উদ্দিন আহমদের পাশে সাংবাদিকবৃন্দ
সড়ক দূর্ঘটনায় আহত ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোবিন্দগঞ্জ সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক বদর উদ্দিন আহমদ-কে দেখতে তার বাড়িতে যান সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার রাত ১০ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্টান থেকে বাসায় যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একটি দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় সাংবাদিক বদর উদ্দিন আহমদ আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গোবিন্দগঞ্জ ফরচুন হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করেন। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে বদর উদ্দিন আহমদ নিজ বাসায় অবস্থান করছেন।
বৃহস্পতিবার অক্টোবর দুপুরে ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ছাতক প্রতিনিধি নূর মিয়া রাজু’র নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য ও ফটো সাংবাদিক আমির আলী, সদস্য সুজন তালুকদার ও সদস্য জামিল হোসেন আহত সাংবাদিক বদর উদ্দিন আহমদ-কে দেখতে তার বাসায় যান এবং তার চিকিৎসার খোজখবর নেন।
এদিকে আহত বদর উদ্দিন আহমদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।##