সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছাতকে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৯ সময় দেখুন

ছাতকে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

ছাতকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক’ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আজকে আমাদের ছাতক পৌরসভা এবং উপজেলার সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচার পত্র বিতরণ করা হয়।

আমাদের ছাতক পৌরসভা শহরে প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করেছি। আজকে আমরা যে উচ্ছাস জনগণের মাঝে দেখেছি। আমরা আশা করি, আমাদের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।

আমরা ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রামে, পাড়ায়-মহল্লায় ধানের শীষ প্রতিকের দাওয়াত আগামী ১৫ দিনের মধ্যে পৌঁছে দেব ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে বিশাল শো- ডাউনের মধ্য দিয়ে ছাতক পৌর শহরে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে বিএনপির সমাবেশে বক্তব্যেকালে ইনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ-৫ আসন সহ বাকি ৪ টি আসনেই ধানের শীষের দাওয়াত ঘরে-ঘরে পৌঁছে দেয়া হবে এবং আমরা সম্পূর্ণ আশাবাদী ৫ টি আসনেই ধানের শীষকে বিজয়ী করতে পারবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অবশ্যই ২৬ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে পিআর পদ্ধতি উপযুক্ত নয় বলে আমরা মনে করি। দলের একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এটি একটি গণতান্ত্রিক দল হিসেবে অনেক প্রার্থী থাকবেন। তবে আমাদের দলের হাইকমান্ড চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন। ইনশাআল্লাহ যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আশা করছি।

পিআর পদ্ধতিতে নির্বাচন মানিনা ও মানবনা। এই পিআর পদ্ধতি জনগণ চায় না, পিআর পদ্ধতি বাতিল করতে হবে। জনগণ ভোট দিতে চায়। ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়।

বক্তব্য প্রদানকলে সভামঞ্চে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান, আবুল হোসেন, আতাউর রহমান এমরান, তানিমুল ইসলাম তানিম, সৈয়দ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর থেকে লিফলেট বিতরণে  বিএনপি ও অঙ্গ- সহযোগী
সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে এসে যোগ দিয়েছেন। উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে পৃথক -পৃথক ব্যানারে মিছিল নিয়ে আসা হয় মড়ল কমিউনিটি সেন্টারের পাশে। এখান থেকেই  ৪ টার সময় লিফলেট বিতরণ ও মিছিল শুরু করা হয়। এ সময়  হাজার-হাজার নেতা-কর্মীদের মিছিলে ছাতক শহর যেন একটা মিছিলের নগরীতে পরিনত হয়।
মিছিল ও লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে  বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি আরো বলেন,দলের কোন দুর্ণাম হয় এমন যদি কেউ করে থাকেন এধরণের কাউকে ছাড় দেয়া হবেনা। এজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD