“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে “জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: নার্গিস সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন, উপজেলা তথ্য আপা শুকরানা আশরাফী প্রমুখ।