শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যেগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান 

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৪ সময় দেখুন

ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যেগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান

ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে এবং সোনালী ব্যাংক ছাতক শাখার আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ছাতক পৌর সভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার গ্রাহকদের  মধ্যে এসব ঋণ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৬ টি ব্যাংক শাখার উদ্যোগে উপজেলার ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

ঋণ বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা সামস মোঃ জাবেদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক (পিএলসি) সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, জনতা ব্যাংক (পিএলসি) সিলেটের জেনারেল ম্যানেজার মোঃ রবিউল আলম, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংক (কৃষি ঋণ) সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সোনালী ব্যাংক (পিএলসি) ডেপুটি ম্যানেজার, প্রিন্সিপাল হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার রণজিত লাল সোম, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর প্রমুখ।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আনোয়ার খান, মনির উদ্দিন তালুকদার, বিজয় রায়, আব্দুস শহীদ ও শাহানা আখতার। ব্যাংক কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরাই অর্থনীতির প্রাণ শক্তি।

কৃষকরা পুঁজির জন্যে মহাজনদের কাছ থেকে অধিক সুদে ঋণের বোঝা গ্রহন না করে ব্যাংকর মাধ্যমে সহজ শর্তে ঋণ গ্রহনের ব্যবস্হা করে রেখেছে সরকার। সকল ব্যাংকের শাখা থেকে কৃষি ঋণ নেয়ার সুবিধা রয়েছে। কৃষকরা ১০ টাকার বিনিময়ে একটি একাউন্ট চালু করে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন।

বক্তারা বলেন, কৃষি ঋণের সঠিক ব্যবহার কৃষকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলে। অর্থনীতির চাকা সচল রাখতে ঋণগ্রহিতাদের যথাসময়ে কৃষি ঋণ পরিশোধের তাগিদ দিয়ে বক্তারা বলেন ঋণ গ্রহনে কৃষকরা যাতে প্রতারিত না হয়, সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেন, হাওর এলাকা সুনামগঞ্জের বোর ফসলের জন্যে কৃষকদের কম সুদে ঋণ প্রদানের জন্যে একটা প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবটি গৃহীত হলে সুনামগঞ্জের বোর ফসল উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটবে।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মোহাম্মদ তোহা ও গীতাপাঠ করেন পল্লী ব্যাংক শাখার কর্মকর্তা বকুল দেবনাথ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD