লালপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি ফেন্সিডিলসহ অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সোহেল রানা (২০), পিতা মো. লাভলু মণ্ডল, গ্রাম খানপুর, থানা বাঘা, জেলা রাজশাহী — তাকে ফেন্সিডিল পরিবহনের সময় হাতে নাতে আটক করা হয়।
অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল, দুটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেল রানা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করে আসছিলেন।
ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।