জগন্নাথপুরে ইসলামি ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ এর দাবীতে মানববন্ধন
ইসলামি ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে ও মেধাভিত্তিক নিয়োগ এর দাবীতে এবং ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে ও অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ এর দাবীতে এবং ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধ ভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবীতে ৬ই অক্টোবর রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ জগন্নাথপুর ও ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম জগন্নাথপুর এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী পপুলার ইলেকট্রনিক্স এর পরিচালক মোঃ জামাল উদ্দিন বেলাল এর সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক রেজাউল করিম রিপন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ কামাল হোসেন, রাজনৈতিক ব্যক্তি আ হ ম ওয়ালি উল্লাহ মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আবু তাহের নাসিম, শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, ইসলামর ব্যাংকের গ্রাহক শিবলী সাদিক, লিটন মিয়া ও রাহি কামালী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এস আলম কর্তৃক অবৈধ ভাবে বিশেষ অঞ্চলের একচ্ছত্র ভাবে অদক্ষ কর্মকর্তাদের ইসলামী ব্যাংকে চাকুরী দেওয়ায় ব্যাংকের সেবার মান ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই অদক্ষ কর্মকর্তাগণ ঠিকমতো সেবা দিতে পারেন না। তাই এ ধরনের কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। বক্তারা আরো বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগষ্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় এস আলম অবৈধ ভাবে নিয়োগ দিয়েছে। মেধাবী চাকুরী প্রার্থীদের বাদ দিয়ে নিয়োগ করায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধ্বংস করা হয়েছে। বক্তারা সকল অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে সারা দেশে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার আহ্বান জানান।