ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্টিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজনে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সহকারী শিক্ষক এ টি এম নাজমুল হক, সহকারী শিক্ষক বিশ্বজিৎ সরকার প্রমুখ। প্রধান অতিথি জনি রায় বলেন, একজন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর, শিক্ষার আলো ঘরে ঘরে পৌছানো দায়িত্ব শিক্ষকদের, তাই আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ৫/১০/২৫