শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে পৌছে দিচ্ছি— মো: মাহবুবুর রহমান তদন্তে স্থবিরতা,  ৬ মাসেও মেলেনি প্রত্যাশার আত্মহত্যার রিপোর্ট ভোলাহাটে বিএনপি’র গণসংযোগ ও লিপলেট বিতরণ সাজাভুক্ত ২ আসামী গ্রেফতার” কোটে প্রেরণ করা হয়েছে মোহনগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে, বিএনপিকে জয়যুক্ত করতে হবে–মো: মাহবুবুর রহমান নড়াইলে পুলিশ সদস্যদের তিনদিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন এসপি রবিউল ইসলাম ছাতকের ‘তারা বিলের’ মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত খুলনার বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এম হায়াত উদ্দিন   হত্যার প্রতিবাদে মানববন্ধন।

রাত পোহালেই কজাগরী লক্ষ্মীপুজো- কুমোরটুলিতে লক্ষ্মী প্রতিমা কিনতে ভিড় জমিয়েছে।

রাত পোহালেই কজাগরী লক্ষ্মীপুজো- কুমোরটুলিতে লক্ষ্মী প্রতিমা কিনতে ভিড় জমিয়েছে।
  • আপডেটের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭ সময় দেখুন

রাত পোহালেই কজাগরী লক্ষ্মীপুজো- কুমোরটুলিতে লক্ষ্মী প্রতিমা কিনতে ভিড় জমিয়েছে।

আজ ৫ই অক্টোবর রবিবার, রাত পোহালেই কজাগরী লক্ষ্মী পুজো, মাকে বিদায় দেওয়ার সাথে সাথে, ঘরে ঘরে লক্ষ্মী প্রতিমাকে পুজো করবেন। শুধু ঘরে ঘরে নয়- প্রতিটি ক্লাবে ক্লাবেও পূজিত হবে লক্ষ্মী প্রতিমা। তাই ভিড় জমিয়েছে একদিকে কুমারটুলি পাড়ায়, অন্যদিকে হাটে ও বাজারে কেনাকাটার জন্য।

তবে এই বছর কুমারটুলিতে ভিন্ন রকমের লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছে। আর্টের প্রতিমা থেকে শুরু করে একচালা প্রতিমা ও সাবেকী প্রতিমা , তবে বেশিরভাগ পুজো উদ্যোক্তাদের দেখা গেলো আর্টের প্রতিমা কিনতে, এমন কি বাড়ির পরিবারদেরও, ছাড়াও দেখা গেল কুমারটুলিতে মাটির চালচিত্রের উপর তৈরি হয়েছে বিভিন্ন প্রতিমা, এবং প্রতিমা অনুপাতে মৃতশিল্পীরা দাম রেখেছেন।

কিন্তু ক্রেতারা কিনতে এসে এবং পছন্দসৈই লক্ষ্মী প্রতিমা কিনতে গিয়ে বাজেট বাড়াতে হচ্ছে। কারণ প্রতিবছর জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে, প্রতিমার দাম বেড়ে যায়, এবারে প্রতিমা কিনতে এসে মিনিমাম সাড়ে ৭০০ টাকা থেকে শুরুকরে পনেরশো, দুই হাজার, আড়াই হাজার, এবং এর ঊর্ধ্বে পর্যন্ত দামের প্রতিমা রয়েছে। তেমনি চাঁদ মালা থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর দামও আগুন।

অন্যদিকে লক্ষ্মী প্রতিমার উপকরণ ফলমূল কিনতে গিয়ে সেখানেও একই অবস্থা পুজো উদ্যোক্তাদের ।
গাঁদা ফুল পার চেনের দাম ৫০ থেকে ৭০ টাকা, পদ্মফুল পার পিস ২৫ থেকে ৩০ টাকা, ডাব মিনিমাম ৩০ টাকা থেকে ৭০ টাকা, নারকেল মিনিমাম ৫০ টাকা থেকে ৭০ টাকা, শসা ৮০ টাকা, কলা গাছ পারপিস ৩০ টাকা, আপেল ২০০ থেকে আড়াইশো টাকা, বেদানা ২০০ টিকে আড়াইশো টাকা, কলা ডজন ৭০ টাকা থেকে ৮০ টাকা, পেয়ারা ১০০ টাকা থেকে একশো কুড়ি টাকা, এইভাবে প্রতিটা জিনিসের দাম বেড়ে গিয়েছে।

পুজো উদ্যোক্তারা জানালেন কিছু করার নাই, মায়ের পূজো যেভাবে হোক করতে হবে, তাই সামর্থ্য মতো আমাদেরকে কেনাকাটা করতে হচ্ছে। একটা কথাই বলব সবাইকে লক্ষ্মী মা যেন বিপদ থেকে মুক্ত করেন, সবাইকে ভালো রাখেন। ঘরে ঘরে পূজীত হোক লক্ষী মা ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা , পশ্চিমবঙ্গ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD