ছাতকে ভূমি নিয়ে ইউএনও এর একতরফা সিদ্ধান্তে জনমনে তীব্র ক্ষোভ” ★ মানববন্ধনের কর্মসূচী ঘোষণা ★
ছাতকে ভূমি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের একতরফা সিদ্ধান্ত ও কার্যক্রমের প্রতিবাদে শহরের বাগবাড়ী মহল্লাবাসী এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শনিবার সকাল সাড়ে এগারোটায় বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাংঙ্গনে এ সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
সমাবেশ হাজী নিজাম উদ্দিন বুলির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ফজলুু মিয়া চৌধুরী, মাসুম আহমদ, রিয়াজ আহমদ রাজু , মেহেদী হাসান সোনা মিয়া, জসিম উদ্দিন সালমান, মামনুন, দুলন তরফদার, রজত কান্তি দেবনাথ প্রমুখ।
এসময়, ছালিক চৌধুরী রুকন, সোনাফর আলী মাস্টার, সুমন চৌধুরী, জুবায়ের আহমদ, এমরান আহমদ, রাজীব আচার্য, কামাল, রাকিব, নাহিদ, নাইমুর রশীদসহ মহল্লার হিন্দু, মুসলিম সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাগবাড়ী মহল্লার বাসিন্দা শাহরিয়ার তারেক ও মীর আমান পক্ষদ্বয়ের ভূমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্যে উভয় পক্ষ মহল্লার পন্চায়েত কমিটির দ্বারস্হ হন। বিষয়টি বর্তমানে নিষ্পত্তির প্রক্রিয়াধীন।
বক্তরা অভিযোগ করেন, ইউএনও সাহেব মহল্লার পঞ্চায়েত কমিটিকে সরাসরি অবমূল্যায়ন করে প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে একতরফা মীর আমান পক্ষের সমর্থনে সার্ভেয়ারকে দিয়ে ভুমির সীমানা নির্ধারণ করেছেন।
এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা কোনভাবেই কাম্য নয়। পন্চায়েত কমিটির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হলে তা হতো স্হায়ী সমাধান।
কিন্তু ইউএনও সাহেব মহল্লাবাসীকে অবমূল্যায়ন করে সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করায় বিষয়টিকে আরো জটিল করে তুলবেন।
ইউএনও এর এহেন সিদ্ধান্ত ও কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে সভায় রোববার সকাল ১১টার সময় ছাতক উপজেলা পরিষদ ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ভাবে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, এখানে কিছু খাস জমিও পাওয়া গেছে।