গোমস্তাপুরে ৩কেজি গাঁজাসহ দুইজন আটক ।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩কেজি গাঁজাসহ মো. তরিকুল ইসলাম (৩৮) ও মো. এমদাদুল হক (৩৫) নামে দু’জনকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার মকরমপুর ব্রিজের টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অটো চার্জার গাড়ি তল্লাশি করে গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃত তরিকুল ইসলাম উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের মো. আয়নাল হকের ছেলে ও এমদাদুল হক একই গ্রামের মো. জয়নাল আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গোমস্তাপুর থানা পুলিশের একটি দল এস আই সাব্বির রাবুর নেতৃত্বে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মকরমপুর ব্রিজের টোল প্লাজার সামনে একটি অটো চার্জার গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে ৩কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে আটককৃতরা দীর্ঘ দিন যাবত মাদক দ্রব ব্যবসার সাথে জরিত। এ বিষয়ে গোমস্তাপুর থানায় শনিবার রাতেই একটি মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
#
মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
০৫-১০-২০২৫