চুয়াডাঙ্গা-০২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে সীমান্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দোকান–দোকান ঘুরে ভোট চাওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শনিবার বিকেলে সীমান্ত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজার নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন দোকান ও গ্রামে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণা শেষে ৩ নং ওয়ার্ড কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শামীম রেজা। তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাদের বাবু কাকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রথমে নিজের ভোট, এরপর পরিবারের ভোট—এভাবেই ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ধানের শীষের প্রচারণা।”
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আহাদসহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে।
প্রচারণা ও আলোচনা সভাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। দোকান–দোকান প্রচারণার সময় সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।