গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মো. সুজন আলী (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের ব্রাহ্মউত্তর লাইন পাড়ায় এই ঘটনা ঘটে। মৃত সুজন আলী ওই গ্রামের মো. নুহুর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত সুজন আলী আনুমানিক বিকেল সারে ৪টার দিকে সবার অগোচরে নিজ ঘরের মধ্যে বাশের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার বাবা-মা দেখতে পেয়ে দ্রুত ফাঁস থেকে নামিয়ে সুজনের নড়াচড়া দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হলে পুনরায় তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। তিনি আরো জানান,পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তার ব্রেনের সমস্যা ছিলো এবং মাদকাসক্ত ছিলেন। এবং মাদকাসক্ত হয়েই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
#
মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
০৩-১০-২০২৫