শ্রীমঙ্গলের সড়ক দুর্ঘটনায় একজন নিহত গুরুতরসহ আহত দুই জন চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জের লইয়ারকুল ব্রীজের উপরে আজ ১ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির নাম মো. গফুর শেখ,প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি তিনি শ্রীমঙ্গল শহরের একজন কাপড় ব্যবসায়ী এবং মুসলিম বাগ এলাকার অধিবাসী ছিলেন। এ সময় গুরুতর আহত জনি নামে একজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে এবং অজয় সিং নামে অপর একজন মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার স্বীকার নোহা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো চ ৫১-৭৩৫০ এবং প্রাইভেট গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ১১-৯৩৯৫ , দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার সৃষ্টি হয়,
এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, তার নাম জনি তিনি সিলেটে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় একটি সূত্র জানা গেছে।তাৎক্ষণিক তাদের পূর্ণ পরিচয় পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা সবাই শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত সাতগাঁও হাইওয়ে থানার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে সংবাদ লেখা পর্যন্ত কেউ রিসিভ করেনি,বুলবুল হোসেন