জগন্নাথপুরে ৩৭টি পূজা মন্ডপে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে
জগন্নাথপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পারিবারিক ছয়টি সহ মোট ৩৭টি পূজা মন্ডপে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২৮ শে সেপ্টেম্বর সন্ধ্যালগ্নে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩১টি পূজা মন্ডপে সার্বজনীন ও ৬টিতে পারিবারিক ভাবে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসব এর দ্বিতীয় দিন সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। নির্বিঘ্নে পূজা উদযাপন এর জন্য প্রতিটি মন্তপে আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বিজন কুমার দেব বলেন, উপজেলার মোট ৩৭টি পূজা মন্ডপের মধ্যে ৩১ মন্ডপে সার্বজনীন ও ৬টিতে পারিবারিক ভাবে উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার লক্ষে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, পূজা মন্ডপের নিরাপত্তার লক্ষে প্রতিটি মণ্ডপে একজন করে পোশাক পরিহিত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে পুলিশের বিট কর্মকর্তা বৃন্দ তদারকি দায়িত্বে রয়েছেন। সেনাবাহিনী ও আনসার ভিডিপির সদস্যরা ও নিরাপত্তার লক্ষে কাজ করছেন। তিনি আরও বলেন, পূজায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে আমাদের প্রস্তুতি রয়েছে।