শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

কক্সবাজারের উখিয়ায় ৬০টি সাদা বক পাখি উদ্ধার।

কক্সবাজার প্রতিনিধি আমিন
  • আপডেটের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

কক্সবাজারের উখিয়ায় ৬০টি সাদা বুক পাখি উদ্ধার।

শীত মৌসুম আসতে না আসতেই শুরু হয়েছে পরিযায়ী ও স্থানীয় পাখি শিকার। এরই মধ্যে কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে বিপুল সংখ্যক সাদা বুকের পাখি বক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া বন রেঞ্জের অধীনে সদর বনবিটের মাছকারিয়া ডেবা এলাকায় বিশেষ অভিযানে ৬০টি বক উদ্ধার করে বন বিভাগ। উদ্ধারের পর বন বিভাগের তত্ত্বাবধানে বিকেলে বকগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মন্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০টি বক উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত বকগুলো বিকেলে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা শ্রমিক নেতা রফিকুল ইসলাম হান্নান জানান, প্রতি বছর শীত আসার সাথে সাথে আমাদের এলাকায় বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসে। কিন্তু কিছু অসাধু মানুষ জাল পেতে বা বন্দুক দিয়ে নির্বিচারে এদের শিকার করে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন বিভাগের অভিযান আমরা স্বাগত জানাই, তবে শুধু উদ্ধার করলেই হবে না, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আরেক বাসিন্দা রোকেয়া বেগম বলেন, আমাদের গ্রামের ছোট ছোট খালে ও বিলগুলোতে আগে শীতকালে হাজার হাজার পাখির দেখা মিলতো। এখন সেই দৃশ্য আর দেখা যায় না। কারণ শিকারিরা দল বেঁধে পাখি ধরে নিয়ে যায়। যদি এভাবে চলতে থাকে তবে ভবিষ্যৎ প্রজন্ম আর এসব পাখির নামই শুধু শুনবে।

পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা স্থানীয় পরিবেশকর্মী হেলাল উদ্দিন বলেন, অতীতে কক্সবাজার অঞ্চলে শীতকালে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির মেলা বসতো। কিন্তু এখন অবাধ শিকার ও প্রজনন ক্ষেত্র ধ্বংসের কারণে সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এই বকগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, আমাদের পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এরা কৃষিজমিতে ক্ষতিকর পোকামাকড় খেয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।

তিনি আরও বলেন, অতিদ্রুত স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পাখি শিকার বন্ধে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি আইন প্রয়োগ ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

উখিয়ায় বন বিভাগের এ অভিযানকে স্বাগত জানালেও সচেতন মহল মনে করে, কেবল অভিযান নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আবারও উখিয়ার আকাশে হাজারো সাদা বুক পাখির উড়াউড়ির দৃশ্য দেখতে পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD