লালপুরে ৫২ তম স্কুল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ!
নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টম্বর শনিবার সমাপনী দিন দলীয় খেলা ফুটবল ছাত্র ও ফুটবল ছাত্রীদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল ছাত্রদের ফাইনাল খেলা মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও কলস নগর উচ্চ বিদ্যালয়ের মধ্যে ট্রাইবেকারের মাধ্যমে কলস নগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছাত্রীদের ফুটবল খেলায় ট্রাইব্রকারের মাধ্যমে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নান্দ রায়পুর উচ্চ বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গত ২১ সেপ্টেম্বরে শুরু হওয়া অন্যান্য ইভেন্টের মধ্যে ছিল কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবা। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষকগণ ও শারীর শিক্ষার শিক্ষকগণ।