প্রেসক্লাব’র পক্ষ থেকে দেশীয় ফল ডেওয়ার শতাধিক চারা রোপন
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে পশু পাখির প্রিয় খাবার এবং মানবদেহের জন্য ওষুধি গুণসম্পন্ন দেশীয় প্রজাতির পরিবেশবান্ধব বিলুপ্তপ্রায় ডেউয়া গাছের শতাধিক চারা রোপণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লাউয়াছড়া বনে এ চারা রোপন করা হয়।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী বলেন, শ্রীমঙ্গলে বন জঙ্গল উজার হয়ে যাচ্ছে। দেশীয় ফলমূলের গাছ গাছরা না থাকায় খাদ্যের অভাবে সংরক্ষিত জাতীয় উদ্যান লাউয়াছড়া থেকে প্রতিদিন শতশত বানর ও অন্যান্য প্রাণী লোকালয়ে ভিড় জমাচ্ছে। সংরক্ষিত এই বনাঞ্চল থেকে বর্তমানে প্রায় বিলুপ্ত হতে চলেছে নানা প্রজাতির দেশীয় উদ্ভিদ ও জীববৈচিত্র।
জীববৈচিত্র ও দেশীয় উদ্ভিদ রক্ষা করতে হলে সংরক্ষিত বনাঞ্চলসহ রাস্তাঘাট এবং নিজ নিজ বাড়ির আঙ্গিনায় নিজের এবং পরিবেশের প্রয়োজনে ভারসাম্যতা রক্ষায় বেশি করে দেশীয় প্রজাতির ফলের গাছ রোপন করা জরুরী হয়ে পড়েছে।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল মজিদসহ রমরঞ্জন দেব ও আবদাল মিয়া উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মিলে প্রায় শতাধিক চারা রোপণ করেন।