শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

বিশ্বম্ভরপুরে পুজা উদযাপন কমিটির সাথে পিএফজির মতবিনিময় সভা

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ সময় দেখুন

বিশ্বম্ভরপুরে পুজা উদযাপন কমিটির সাথে পিএফজির মতবিনিময় সভা

“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর পিএফজি ও ওয়াইপিএজির উদ্যোগে বিশ্বম্ভরপুরে ২৯ টি পুজা মণ্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি ওসাধারণ সম্পাদেকর সাথে মত বিনিময় সভা, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিএফজির এম্বাসেডর আব্দুছ ছাত্তার এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী ফুল মালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, নয়বারংকা পুজা কমিটির সভাপতি প্রভুধ চন্দ্র রায়, ক্ষুদ্র নৃ গোষ্ঠী বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি রাকেশ চন্দ্র হাজং, পিএফজির সদস্য, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্ম্মণ, কাটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাপ মিয়া, পিএফজি সদস্য শিব্বির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

বক্তারা বলেন, বিশ্বম্ভরপুরে অনেক এনজিও কাজ করে কিন্তু কোন এনজিও কোনদিনতো আমাদের নিয়ে সভা করেনি। তাই পুজা উদযাপন কমিটির পক্ষে থেকে আমরা বিশ্বম্ভরপুর পিএফজিকে অভিনন্দন জানাই। এ সময় পিএফজির সদস্যরা বলেন “বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করে দিরাইয়ের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির বিশ্বম্ভরপুর গড়তে চায়।”

বক্তারা আরও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে দেশের উন্নয়ন, অন্যদিকে সহিংসতা, ধর্মীয় বিভেদ, গণঅভ্যুত্থানের মতো ঘটনাগুলো আমাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার।”

সভায় আরও বক্তব্য রাখেন, রায়পুর পুজা কমিটির সাধারণ সম্পাদক উপানন্দ ভট্টাচার্য্য, বাঘগাঁও উত্তর পাড়া পুজা কমিপির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, পলাশ পুজা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জু দেবনাথ, নয়াবারংবা পুজা কমিটির সাধারণ সম্পাদক অলক রায়, প্রশান্ত সরকার, কাজল দাস, অধীর বর্ম্মণ, কাটাখালী পুজা কমিটির সাধারণ সম্পাদক সুচিত দে, রায়পুরা পুজা কমিটির সভাপতি চম্পক বর্মণ, ফতেহপুর পুজা কমিটির সভাপতি অঙ্গন তালুকদার, শক্তিয়ারখলা পুজা কমিটির সভাপতি শৈলেন দেবনাথ, ফতেহপুর পুজা কমিটির সভাপতি কাজল বর্মণ, কৌয়া পুজা কমিটির সভাপতি গোপী রঞ্জন, সাধারণ সম্পাদক সুমেন চৌধুরী, কচুখালি পুজা কমিটির সাধারণ সম্পাদক পরিমল, নয়াবারুঙ্খা পুজা কমিটির সভাপতি মিন্টু, কৃষ্ণনগর পুজা কমিটির সভাপতি দিলীপ কুমার বর্মণ, সাধারণ সম্পাদক খেলন রায়, কলেয়া পুজা কমিটির সভাপতি রাকেশ দাস, রঙিয়ারচর পুজা কমিটির সভাপতিবিমল কান্তি, বিশ্বম্ভরপুর পুজা কমিটির সভাপতি সতিশ বিশ্বাস, লক্ষীপুর পুজা কমিটির সাধারণ সম্পাদকগৌরচাদ,  মিলন সংঘ পুজা কমিটির সভাপতি বিপ্লব তালুকদার, পিএফজি এম্বাসেডর সিরাজ খন্দকার প্রমূখ।

আলোচনা সভা শেষে একটি শান্তি পদযাত্রা বিশ্বম্ভরপুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন পয়েন্টে পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন আয়োজক সংগঠনের সদস্যরা।

দিবসটি ঘিরে আয়োজনে অংশগ্রহণকারীরা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “সংঘাত নয়, শান্তিই হোক বাংলাদেশের পথচলার অনুপ্রেরণা।”##

২৫/৯/২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD