ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার এক মতবিনিময় সভা
ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক পৌরসভা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পৌর শাখার সভাপতি মাওলানা আবুল কালাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শরীফ আহমদ’র পরিচালনায় মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাবেক সভাপতি পৌর শাখার কাজী ইসলাম উদ্দিন সহ বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ত্রয়োদশ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।