কুড়িগ্রামের চর রাজিবপুরে সোমবার শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। রাজিবপুর মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা দুই দিনব্যাপী চলবে। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
প্রথম দিনে ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয় লাভ করে চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়, সবুজবাগ দাখিল মাদ্রাসা ও শংকর মাধবপুর উচ্চ বিদ্যালয়ের দল। আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।
এ ছাড়া সাঁতার ও হ্যান্ডবলসহ অন্যান্য খেলায়ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।