নাটোরের লালপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চলাকালে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল ম্যাচ শেষে এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়।
দশম শ্রেণীর ফয়সাল, মাহফুজ, আসাদ
নবম শ্রেনীর শাকিবুল, সোহান, মাসুম, জয়, ইলিয়াস, সাব্বির, অষ্টম শ্রেণীর আবদুল আলীম, স্বপ্ন, রকি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় দলের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে জয় পায় রঘুনাথপুর।
এনিয়ে এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এঘটনায় ১২ জন শিক্ষার্থী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।