দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা, পদযাত্রা ও লিফলেট বিতরণ
“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপন করেছে সুনামগঞ্জের দিরাই। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় পিএফজি ও ওয়াইপিএজি’র উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ।
দিনটি শুরু হয় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে। পিএফজি সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে, সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস পান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দিরাইয়ের মানুষ শান্তিপ্রিয়। রাজনৈতিক দল, বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে—এলাকার মানুষ সংঘাত নয়, শান্তির দিরাই গড়তে চায়।
তারা আরও বলেন, বর্তমান সময়ে শান্তি ও সম্প্রীতির মূল্য আরও বেড়ে গেছে। দেশের উন্নয়নযাত্রাকে টেকসই করতে হলে সহিংসতা, বিভেদ ও অস্থিরতার পরিবর্তে সম্প্রীতি ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সভায় আরও বক্তব্য দেন দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, সাংবাদিক মোসাহিদ আহমেদ সরদার, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেনা বেগম, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির মুহসিনা খাতুন রুমি, পারবিন বেগম, বিএনপি নেতা জুয়েল আহমেদ, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, সাবেক ইউপি সদস্য হাফছা বেগম, মাজেদা খাতুন, যুবদল নেতা লেবু মিয়া, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের লিপিকা বিশ্বাস, সবিতা রানী, দূরপতি নন্দী, রিয়াজুল ইসলাম, আবু ইউসুফ খানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি শান্তি পদযাত্রা উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে পথচারী ও জনসাধারণের মাঝে শান্তির বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
দিবসটি ঘিরে আয়োজনে অংশগ্রহণকারীরা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঘোষণা দেন— “সংঘাত নয়, শান্তিই হবে বাংলাদেশের অগ্রযাত্রার শক্তি।”