চুয়াডাঙ্গা-০২ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার
জীবননগর সীমান্ত ইউনিয়নে জামায়াতের মহিলা সভা অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-০২ আসনের নির্বাচনী প্রচারণা জোরদার করেছে জেলা জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুনপাড়া সদরপাড়ায় মহিলা সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা নেত্রী ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা নেত্রী সুমাইসা খাতুন। সভার সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মহিলা সভানেত্রী ইয়াসমিন খাতুন।
সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই। নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তারা।
স্থানীয় নেত্রীবৃন্দও নির্বাচনী করণীয় এবং ভোটারদের উদ্বুদ্ধ করার কৌশল নিয়ে মতবিনিময় করেন। এলাকার অসংখ্য নারী-পুরুষের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।