গোমস্তাপুরে ১৫০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অভিযান চালিয়ে প্রায় ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাঙ্গামাটিয়া মিশন ভাটাপাড়া, নওদা মিশন পশ্চিম পাড়া, বংমপুর হিন্দু পাড়া ও জ্যাটভাঙ্গা খাড়ি পাড়ার চারটি বাড়ি থেকে মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা বাড়তে থাকায় গ্রাম পুলিশকে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া মদ পাইকারি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, চেয়ারম্যানের এ উদ্যোগ প্রশংসনীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা মদ ও সরঞ্জাম থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।