অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা ও ধর্ণ
অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের যৌথ উদ্যোগে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে প্রতিবাদ সভা ও ধর্ণা অনুষ্ঠিত হয়। দুপুর দু’টো থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল পাঁচটা পর্যন্ত চলে।
প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা। বিভিন্ন জেলা থেকেও অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলার মানুষ ও বাংলা ভাষাকে উপেক্ষা বা অবমূল্যায়ন করা যাবে না। বক্তারা বলেন, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও মাতৃভাষাকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
প্রতিবাদকারীরা আরও জানান, এই ভাষার মাধ্যমেই বাঙালি সমাজ শিক্ষিত ও প্রতিষ্ঠিত হয়েছে। ডাক্তার, শিক্ষক, কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ মাতৃভাষা বাংলার মাধ্যমে বড় হয়েছেন। তাই বাংলা ভাষাকে অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আন্দোলনকারীরা জোর দিয়ে বলেন, রবীন্দ্রনাথ, নেতাজি, ক্ষুদিরামের বাংলায় মাতৃভাষার সম্মান রক্ষার জন্য তারা লড়াই চালিয়ে যাবেন।
পরীক্ষার কারণে সরকারি নির্দেশ মেনে মাইক ব্যবহার না করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলেও, প্রতিদিনই বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন এই মঞ্চে এসে যোগ দিচ্ছে এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখছে।