ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই রাহিম মিয়া, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই আরিফ, এএসআই সাইফুর, এএসআই মঞ্জুর ও এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
শেরপুর সদর উপজেলার সাংকিভাঙা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. শামীম (মামলা নং-১৭(৮)২৫)।
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত মোবাশ্বির আলীর ছেলে মো. কমরুজ্জামান ওরফে কমর আলী (মামলা নং-১৫(৮)২৫)।
ছাতক সদর ইউনিয়নের চারচিরা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন ও তার স্ত্রী মালেকা বেগম (সিআর-৩৪০/২৫ ছাতক)।
খাগহাটা গ্রামের সাদ মিয়ার ছেলে পারভেজ আহমদ (বিশ্বনাথ সিআর-২২৬/২২)।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।