গোমস্তাপুরে প্রবাসীর কফিনবন্দি লাশ, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মালয়েশিয়া প্রবাসী তুহিন আলী (৩০) ও শামীম রেজা (২৩)-এর মরদেহ সাত দিন পর দেশে পৌঁছেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তুহিন আলী উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে এবং শামীম রেজা একই ইউনিয়নের নসিবন্দি গ্রামের কাবিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট মালয়েশিয়ার সুঙ্গাই কোয়ান এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। সরকারি ছুটির দিনে অতিরিক্ত কাজ শেষে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন তারা। পথে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা অন্যরা লাফিয়ে প্রাণে বাঁচলেও তুহিন ও শামীম ঘটনাস্থলেই মারা যান।
দুই বছর আগে তারা জীবিকার তাগিদে একসঙ্গে মালয়েশিয়া গিয়েছিলেন। দেশে ছোট ছোট সন্তান ও পরিবার রেখে তাদের অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মণ্ডল জানান, পরিবারগুলোকে সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের চেষ্টা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সীও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।