সুনামগঞ্জ জেলার ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগবাড়ি গ্রাম ও ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী র্যালি ও ওয়াজ মাহফিল শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ আয়োজন শুরু হয়।
বাদ আছর থেকে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান বক্তা, শায়েরে আলা ও আল-হায়াত ইসলামিক ইনস্টিটিউট চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তারেক আবেদীন আল কাদেরী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা জামিল আহমদ সালেহী (ঢাকা)।
এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করেন খলীফায়ে রামপুরী, পীর সাহেব নির্গমী মাওলানা আব্দুশ শাকুর পীর সাহেব। প্রধান বক্তার বয়ান করেন মাওলানা মতুর্জ আলী আমানতপুরী। বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মুফতি নাজমুল হোসাইনও এসময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
প্রথম দিনের ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সোনাহর আলী, হাজী বুরহান উদ্দিন, মীর সমছু মিয়া, হাজি মনির উদ্দিন, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার মেহেদী হাসান সোনা মিয়া, মানিক মিয়া লিটু, ফয়জুল আহমেদ পাভেল ও মো. রাফী।
শুরুতে সুললিত কণ্ঠে কেরাত পরিবেশন করেন ইফতেখার আলম মাহদি, মিরছাব আহমেদ ও নাজমুল ইসলাম। রাত অবধি চলা এ ওয়াজ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি নিরবতার সাথে অংশগ্রহণ করেন ও বয়ান শ্রবণ করেন।