গোমস্তাপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মো. হোসেন আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬) দুপুরের সারে ১২ টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত মো. হোসেন আলী ওই গ্রামের মো. মারুফ আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত হোসেন আলী আনুমানিক সকাল ১০টার দিকে বাসার পার্শ্ববর্তী পুকুরে পানিতে সবার অগোচরে পড়ে যায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে দুপুর সারে ১২টার দিকে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।