পবিত্র ঈদ মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর পৌর সভার আয়োজনে ৬ ই সেপ্টেম্বর রোজ শনিবার সাকাল সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা প্রশাসনের হলরুমে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দীন এর সভাপতিত্বে হযরত মুহাম্মদ (সাঃ) এর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার, মাওলানা মোঃ আবু আনছারী, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী( এলজিইডি) সোহরাব হোসেন ও সাংবাদিক শাহজাহান মিয়া প্রমূখ। আলোচনা পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা সদরে বিভিন্ন সংগঠন এর ব্যানারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে হাজার হাজার মানুষের উপস্থিতিে মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।