ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ঐতিহ্য গৌরব সাফল্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ -২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন,পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক,সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক রুবেল সহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক-সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, বিগত দিনে দলের জন্য যারা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন আগামী দিনে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে।
তিনি সমাপনী বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ত্যাগীদেরকে সামনের সারিতে রাখা হবে।