চট্টগ্রামে ২,২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার
চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২,২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
০১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো’র একটি টিম কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক জনাব গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১. মো: নাঈম উল্ল্যাহ (৪৮), পিতা মৃত গেলাম কাদের, মাতা মৃত মছুরা বেগম, স্ত্রী শামীমা নাসরীন। স্থায়ী ঠিকানা: সরইতলা, ০৪ নং ওয়ার্ড, ধলঘাট ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার। বর্তমান ঠিকানা: রংমহল, ওয়ার্ড নং-০৯, ডুলাহাজরা ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার।
২. মো: জামসেদ (৩৮), পিতা মো: গফুর, মাতা রাবিয়া বেগম, স্ত্রী রোজিনা আক্তার। ঠিকানা: জানারখিল (কবির আহম্মেদের বাড়ি), বিশ্ব কলোনি হাউজিং, ব্লক-এ, কর্ণেল হাট সিডিএ, ০১ নং রোড, থানা: আকবরশাহ, সিএমপি, জেলা: বাগেরহাট।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।