ময়মনসিহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর সোমবার বিকেলে মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির একাংশের আলোচনা অনুষ্ঠিত হয়।
ধোবাউড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সাবেক এমপি আফজাল এইচ খান সমর্থকদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ময়মনসিংহ ১- ধোবাউড়া -হালুয়াট আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আফজাল এইচ খাঁন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম দুলাল, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল হক মুঞ্জু, শহীদুল ইসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট জুবায়ের সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সুমন, যুবদল নেতা আসিফ উছমান মিল্কিসহ আফজাল এইচ খাঁন সমর্থিত অন্যান্যরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাঠ থেকে একটি র্যালি বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে।