খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা ও কচুবুনিয়া এলাকায় কাজীবাছা নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
১লা সেপ্টেম্বর (সোমবার) সকালে এলাকাবাসী সিএসএস পুরাতন ইটভাটা সংলগ্ন রিয়া মৎস্য ঘেরের কোনায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা চলছে।
এদিকে সাম্প্রতিক সময়ে বটিয়াঘাটার কাজীবাছা ও এর শাখা নদীগুলো থেকে পর্যায়ক্রমে অজ্ঞাত ব্যক্তিদের লাশ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।