১,৯৫০ পিস ইয়াবা সহ বাগেরহাটের ০২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, চট্টগ্রাম মেট্রো’র উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার’র সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক গোপাল কৃষ্ণ দাস’র নেতৃত্বে একটি টিম সকালে শুক্রবার ২৯ আগষ্ট কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকায় এক অভিযানে ২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীরা মো: আবু বক্কর খান (৪০) ও মো: কবির হাওলাদার (৪৯) কে ১,৯৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। তারা বাগেরহাটে ইয়াবাগুলো পাচার করে নিয়ে যাচ্ছিলো বলে জানাযায়।
আসামীর নাম ও ঠিকানা:
আসামী – (০১) মো: আবু বক্কর খান (৪০) পিতা: মৃত শীতল খান, মাতা: সুফিয়া বেগম, স্ত্রী: শাহেনা বেগম, সাং: উত্তর বাজিকার খন্ড, (খান বাড়ি), ০৮ নং ওয়ার্ড, সুন্দরবন ইউনিয়ন পরিষদ, থানা: মোংলা, জেলা: বাগেরহাট। মো: কবির হাওলাদার (৪৯) পিতা: মো: মোশারফ হাওলাদার, মাতা: হালিমা বেগম, স্ত্রী: শাহীনুর বেগম, সাং: হরতকিতলা, (হাওলাদার বাড়ি), ০৫ নং ওয়ার্ড, নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, থানা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট।