ভিবিডি চট্টগ্রাম’র মাসিক সাধারণ সভা সম্পন্ন
নতুনদের অভিজ্ঞতা শুনতে,কাজের ঘাটতি আলোচনা করতে ও আগামী মাসের পরিকল্পনা নিতে প্রতিমাসের ন্যায় আয়োজিত হল চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র চট্টগ্রাম জেলার আগস্ট মাসের সাধারণ সভা।এতে প্রায় ১৬০ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভা ছিল প্রাণবন্ত।
সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যিনি নতুন সদস্যদের পরিচিতির মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংগঠনের সভাপতি ইবতিদ ইয়াসার জিনান ভিবিডি’র সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে একটি পর্যালোচনা উপস্থাপন করেন। এরপর সহ-সভাপতি আসিফুর রহমান মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় নতুন নির্বাচিত কোর ভলান্টিয়ারদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অংশ নেন নাভিদ নেওয়াজ, রাজু ইসলাম, সুজয় বড়ুয়া, ইকরামুল ইসলাম, তাফরিহা নুর ও আনিকা তাবাসসুম প্রমুখ। শেষে সকল সদস্য একসঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘটে।